মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ১০বি ইন্ডিয়ান মিরর স্ট্রিটের পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আটকে পড়েন বাড়ির বাসিন্দা ও দোকানের কর্মীরা।
বাড়িটিতে সাধারণ বাসিন্দারা ছাড়াও ছিল একটি অফিস। আগে ফাটল ধরলেও দিন দুয়েকের প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে। একটি অংশ ভেঙে পড়লেও অপর অংশ বিপজ্জনকভাবেই রয়েছে। সেটিও যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এই আশঙ্কায় রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
বাড়িটি ভেঙে পড়ায় পাশের বহুতলেও ফাটল ধরেছে, একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি আশা প্রকাশ করেছেন অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
এদিন মুম্বাইয়েও ভবন ধসে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আইএ