ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল ভবন ধসে নিহত বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
মুম্বাইয়ে বহুতল ভবন ধসে নিহত বেড়ে ১৭ ধসে পড়‍া ভবনের উদ্ধার কাজ চলছে- সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একটি নবজাতক রয়েছে। ভবন ধসের ঘটনায় শেষ খবর পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরো ৭ জন।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে মুম্বাইয়ের দামোদার পার্ক এলাকার ঘাটকুপারে ভবন ধসের এ ঘটনা ঘটে। চার দশক পুরনো ভবনটিতে অন্তত ১২টি পরিবার বসবাস করতো।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চারতলা ভবনটির নিচতলায় একাটি নার্সিং হোম ছিলো। এর সংস্কার কাজ চলছিলো। যার তত্ত্বাবধানে ছিলেন সুনিল শিতাপ নামে এক শিবসেনা কর্মী।

এদিকে ভবন ধসের ঘটনায় ‘অবহেলা ও গৃহহত্যার’ অভিযোগ এনে মামলা হয়েছে। ওই মামলায় শিতাপকে গ্রেফতার করেছে পুলিশ।

মহারাষ্ট্র চিফ মিনিস্টার দেভেন্দ্রা ফাননাভিস ঘটনাস্থল পরিদর্শন করে ধসের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।  

সংবাদমাধ্যমগুলো জানায়, ভবনটি ধসের পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন। দ্রুতই তারা ধসে পড়া ভবনের ভেতর থেকে ২৮ জনকে বের করে আনেন। তবে ভবনের ভেতরে অনেকে আটকা পড়েন। যাদের এখন মৃত্যুর খবর জানা যাচ্ছে।

বর্ষা মৌসুমে মুম্বাইয়ে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। যার ‍অধিকাংশই নির্মাণজনিত ক্রটির কারণে হয়ে থাকে। ২০১৫ সালের আগস্টে মুম্বাইয়ে এক ভবন ধসের ঘটনায় ১২ জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।