ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চালকহীন ট্যাংক বানালো ভারত, দেখবে পরমাণু ঝুঁকির স্থানও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
চালকহীন ট্যাংক বানালো ভারত, দেখবে পরমাণু ঝুঁকির স্থানও মুন্ত্রা ট্যাংকের মডেল

প্রস্তুত ভারতের তৈরি করা প্রথম চালকহীন ট্যাংক। শিগগির এটি ভারতীয় বাহিনীর সরঞ্জাম হিসেবে আত্মপ্রকাশ করবে। সামরিক বাহিনীর গবেষণা ও নির্মাতা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) চেন্নাইয়ের পরীক্ষাগারে ‘মুন্ত্রা’ নামে এ ট্যাংকটি তৈরি করে।

ডিআরডিও’র বরাত দিয়ে শনিবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, তিনটি ভিন্ন মডেলে তৈরি করা ‘মুন্ত্রা’ ট্যাংক কাজের জন্য প্রস্তুত। মডেল হিসেবে এই ট্যাংকের কাজও পৃথক।

 

প্রথমটি হল ‘মুন্ত্রা-এস’। এর কাজ প্রধানত শত্রুপক্ষের দিকে নজরদারি চালানো। দ্বিতীয়টি হল ‘মুন্ত্রা-এম’। এটির কাজ কোথাও ল্যান্ডমাইন বা বোমা পুঁতে রাখা আছে কিনা, তা চিহ্নিত করা। আর সর্বশেষটি হল ‘মুন্ত্রা-এন’। এটিই ট্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী। ট্যাংকটি পরমাণু তেজস্ক্রিয়তা ও জৈব অস্ত্রের (বায়ো ওয়েপন) ঝুঁকি আছে, এমন জায়গাগুলো পরিদর্শন করবে।  

মূলত সামরিক বাহিনীর জন্যই এই চালকহীন ট্যাংক তৈরি করা হলেও সশস্ত্র গোষ্ঠী নকশাল অধ্যুষিত এলাকায় নজরদারি চালাতে এর ব্যবহারের অনুমতি চেয়েছে আধা সামরিক বাহিনীও।

ডিআরডিও জানিয়েছে, চেন্নাইয়ে তৈরির পর পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ও পুরনো প্রশিক্ষণকেন্দ্র মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে মুন্ত্রা ট্যাংকের কার্যকারিতার পরীক্ষা চালানো হয়েছে।  

নির্মাতা সংস্থা আরও জানিয়েছে, রুক্ষ মরুভূমির ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে পারবে বিশেষায়িত এই ট্যাংকটি। নজরদারি চালাতে পারবে ১৫ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুর ওপর। আলোচিত ট্যাংকটির মধ্যে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক সুরক্ষা এবং নাইট ভিশন ক্যামেরা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।