ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত তিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত তিন

জম্মু-কাশ্মীরের সোপোরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। তাদের ‘লস্কর সন্ত্রাসী’ গ্রুপের বলে ভারতীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। দুই পক্ষের গুলিতে আহত হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের এক কনস্টেবল।

শুক্রবার (০৪ আগস্ট) দিনগত রাতে অভিযান চলে। শনিবার (০৫ আগস্ট) তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়।

শুক্রবার বিকেলে উত্তর কাশ্মীরের অমরগড় এলাকায় কয়েকজন সন্ত্রাসী লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। কিছুক্ষণ পরেই চারদিক থেকে ঘিরে ফেলা হয় পুরো এলাকা। সেসময় সেনাদের লক্ষ্য করে গুলি করা হয়, পাল্টা জবাব দেন সেনা সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (০৩ আগস্ট) জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসীদের সঙ্গে গুলিতে দুই সেনা জওয়ানসহ এক সেনা অফিসারের মৃত্যু হয়। অন্যদিকে, ওই দিনই কাশ্মীরের কুলগামে দুই সন্ত্রাসীকে মারা হয়।  

গত কয়েক দিন আগে লস্করের শীর্ষ এক নেতা নিহত হন। তার মৃত্যুর পরেই উপত্যকায় নতুন করে উত্তেজনা ছড়ায়।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।