ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৯১ বছর বয়সে বৃদ্ধা হলেন স্নাতক পাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
৯১ বছর বয়সে বৃদ্ধা হলেন স্নাতক পাস উচ্ছ্বসিত কিমলান জিনাকুল

শিক্ষার কোনো বয়স নেই। তাই তো যেকোনো সময়ই যেকোনো শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। এ সত্যটিই যেন নতুন করে প্রমাণ করলেন থাইল্যান্ডের ৯১ বছরের এক বৃদ্ধা।

দীর্ঘ ১০ বছর খেটে তিনি স্নাতক পাস করেছেন। কিমলান জিনাকুল নামের এই বৃদ্ধা বলেছেন, পড়াশোনার জন্য কখনোই দেরি হয়ে যায় না।

তরুণী বয়সে তিনি সবসময়ই পড়াশোনা করতে চেয়েছেন, যেতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়ে কিন্তু কখনও তার সে ‘সৌভাগ্য’ হয়নি। কিন্তু ছেলেমেয়েদের ঠিকই উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। পাঁচ সন্তানের মা কিমলানের চার সন্তানই মাস্টার্স ডিগ্রি নিয়েছেন এবং একজন যুক্তরাষ্ট্র থেকে পিএইচডিও করেছেন।

জীবন দায়িত্বের সব কাজ চুকিয়ে অবশেষে তিনি সিদ্ধান্ত নেন ফের পড়বেন। তার সেই প্রবল ইচ্ছের জোরে সফল হয়ে বুধবার (০৯ আগস্ট) হাতে পান সনদ।
 
চীনা বংশোদ্ভুত এই নারী লামপাং প্রদেশের বাসিন্দা ছিলেন। তবে পরে ফায়াও প্রদেশে বসবাস শুরু করেন।

থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।