ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১
ইন্দোনেশিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

ঢাকা: ইন্দোনেশিয়ার মধ্য জাভার এক গির্জায় রোববার বোমা ফাটিয়ে ৩ ব্যক্তিকে হত্যা করেছেন এক আত্মঘাতী। এতে হামলাকারী নিজেও নিহত হন।



মধ্য জাভার প্রাদেশিক পুলিশের মুখপাত্র জিহারতোনো এক রেডিও সাক্ষাৎকারে এলশিন্তা রেডিওকে বলেন, ‘সকাল ১০ টা ৫৫ মিনিটে বেথেল ইঞ্জিল গির্জার বোমা হামলায় তিনজন মারা গেছে বলে আমি নিশ্চিত করতে পারি। ‘

হামলায় আত্মঘাতী হামলাকারীও নিহত হয়েছেন বলে জানান তিনি।

একই রেডিওকে আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, হামলায় ৪ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।