ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করলেন ট্রাম্প

২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে হামলা ও দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৫০০ মানুষকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   খবর নিউ ইয়র্ক টাইমস।

সোমবার (২০ জানুয়ারি) সংবাদমাধ্যমটি খবরে জানায়, ট্রাম্পের শপথ গ্রহণের সময়, তার ঘোষণা ও সইয়ের পুরোটা সময়জুড়ে তার সমর্থকরা ডিসি জেলের বাইরে অপেক্ষা করছিলেন।

নির্বাচনী প্রচারণার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটল হিলে হামলা ও দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারদের ক্ষমা করে দেবেন বলে জানিয়েছিলেন ট্রাম্প। সোমবার ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দেওয়ার সময়ও তিনি একই কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওভাল হাউজে আমি ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করে দেব।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ। ডোনাল্ড ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছিলেন। ডেমোক্র্যাটরা ওই হামলায় উস্কানি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিল। পরে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।