ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির জন্মশহরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১
গাদ্দাফির জন্মশহরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা

সিরত: লিবিয়ার বিদ্রোহীরা সৈন্যরা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সিরতে ঢুকে পড়েছে। সিরতকে গাদ্দাফির শক্ত ঘাটিগুলোর একটি হিসেবে গণ্য করা হতো এতোদিন।



সিরতের কেন্দ্রস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থান করছে বিদ্রোহীরা। শহর জুরে ধোয়া আর গুলির শব্দ শোনা যাচ্ছে।

একজন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী জানান, ভোর রাতের দিকে বিদ্রোহী সেনারা সিরতের ভেতর ঢুকে পড়ে।
 
সিরত মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর। গাদ্দাফি সিরতেই আছেন কিনা তা এখনও জানা যায়নি।

অনেকদিন ধরেই বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) সিরত দখলের চেষ্টা চালিয়ে আসছিল। ধারনা করা হচ্ছে বিদ্রোহীরা সিরত দখলের দ্বারপ্রান্তে অবস্থান করছে।

শনিবার এনটিসির সদস্যরা শহরটির পশ্চিম এবং পূর্ব দিক দিয়ে ঢুকে পড়ে। যদিও পূর্ব দিক দিয়েই বিদ্রোহীরা বেশি আঘাত হানে গাদ্দাফি অনুগত সেনাদের ওপর।

এনটিসির যোদ্ধা আর তোহামি আবুজেইন একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, গাদ্দাফির অনুগত স্নাইপাররা মসজিদ এবং উচু ভবন থেকে গুলি করছে। তারা বেসামরিক জনগণের বাড়ি এবং ভবন ব্যবহার করছে।

সিরতে ঢোকার মুহুর্তে অন্তত দুইজন বিদ্রোহী সৈন্য নিহত হয়েছেন বলে জানা যায়।

গত সপ্তাহেই বিদ্রোহীরা সিরতে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু গাদ্দাফি অনুগত বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে সে যাত্রা তাদের ফিরে আসতে হয়।
 
শনিবারের এ হামলায় মুখ্য ভূমিকা পালন করে ন্যাটো বাহিনী। ন্যাটোর বিমান সিরতের বিভিন্ন প্রান্তে বোমাবর্ষণ চালাচ্ছে।

তবে এনটিসি গাদ্দাফির আরেক শহর বানি ওয়ালিদে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ছে। বানি ওয়ালিদ রাজধানী ত্রিপোলি থেকে দক্ষিণ-পূর্ব কোনে অবস্থিত।

এদিকে ত্রিপোলি পুরোপুরি বিদ্রোহীদের দখলে বলে বিদ্রোহীরা বললেও গত শনিবার ত্রিপোলিতে ভারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে কি পরিমান হতাহতের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায় নি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।