কারবালা: ইরাকের কারবালা শহরে চারটি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। রোববার সকালে এ হামলা চালানো হয় বলে দেশটির কর্মকর্তারা জানান।
একটি সরকারি অফিসের কাছে অন্তত দুইটি বোমা বিস্ফোরিত হয়। ওই অফিস থেকে ইরাকি নাগরিকদের পরিচয়পত্র প্রদান করা হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ইমাম আব্বাসের সমাধির কাছে একটি বোমা বিস্ফোরিত হয়।
কারবালার প্রাদেশিক কাউন্সিল চেয়ারম্যান মোহাম্মদ আল মোসাওয়ি হাসপাতালে মৃতদের নিয়ে যেতে দেখেছেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১