সোমবার (২১ আগস্ট) সেই দিন। নাসা বলছে, ৯৯ বছর পর আমেরিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হচ্ছে।
সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে, ফলে কোনো স্থানে তখন হয় পূর্ণ সূর্যগ্রহণ। এতে সূর্য পুরো ঢাকা পড়ে বলে সৌরমুকুট দেখা যায়। সেসময় তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কিছুক্ষণের জন্য সন্ধ্যার আঁধার নেমে আসে আকাশে।
পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশিবার হয়। প্রতি সাতটি গ্রহণের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের অনুপাত ৫:২ বা ৪:৩। তবে অধিকাংশ সূর্যগ্রহণ সমুদ্রপৃষ্ঠে বা পর্বতমালার ওপর দিয়ে গেলে নজড়ে পড়ে না।
সূর্যগ্রহণকালে বেলুন ভরে আকাশে ব্যাকটেরিয়া পাঠাবে নাসা
এবার বৈজ্ঞানিক গবেষণার একটি অংশ হিসেবে সূর্যগ্রহণের দিন বেলুনে করে ব্যাকটেরিয়া পাঠাতে যাচ্ছে নাসা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে নাসার একটি টিম শতাধিক বেলুন ছাড়বে। এই বেলুনগুলোর সঙ্গে যুক্ত করা থাকবে ক্যামেরা ও ট্র্যাকার। কয়েকটির সঙ্গে জুড়ে দেওয়া হবে মানুষের জন্য ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়ার নমুনা।
যুক্তরাষ্ট্রে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে এটি দেখা যাবে। কানাডায় দেখা যাবে দুপুর ১টা ১০ থেকে ৩টা ৪৯-এর মধ্যে।
১৯১৮ সালের ৮ জুন শেষবার পূর্ণ সূর্যগ্রহণ দেখে যুক্তরাষ্ট্রবাসী। এছাড়া সাম্প্রতিক সময়ে ২০১৬ সালের ৯ মার্চ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
সতর্কতা
খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নিষেধ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কোনো এক্সরে প্লেট নিয়ে বা বিশেষ চশমা পরে সূর্যগ্রহণ দেখতে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট, ১৯, ২০১৭
আইএ