ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ‘সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এজেন্সির (আইএসআই) সঙ্গে জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের কোন সম্পর্ক নেই। আর যুক্তরাষ্ট্রের এমন ধারণা আফগানিস্তানে তাদের শান্তি মিশনের কৌশলগত দুর্বলতা বা সমন্বয়হীনতারই প্রকাশ।
পাকিস্তানের একটি হোটেলে শনিবার কূটনীতিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ মাইক মুলেন কয়েকদিন আগে অভিযোগ করেছিলেন, হাক্কানি নেটওর্য়াকের সঙ্গে আইএসআই-এর সম্পর্ক আছে এবং আইএসআইয়ের সহায়তা নিয়েই তারা কাবুলের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। ’
এই কথার জের ধরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে গিলানি পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার বলে বর্ণনা করেন।
তিনি বলেন ‘হক্কানি নেটওয়ার্ক অথবা আফগানিস্তান যুদ্ধে জড়িত জঙ্গিদের সঙ্গে সম্পর্কের অভিযোগের আমরা এর তীব্র প্রতিবাদ জানায়। এতে কেবল শান্তি অর্জনের পথে শত্রুরাই উপকৃত হবে। দ্বন্দ্ব এবং বিভক্তির সুযোগে কেবল সন্ত্রাসী এবং জঙ্গিরাই লাভবান হবে। ’
তিনি আরও বলেন, ‘এই অভিযোগ আফগানিস্তানে এগিয়ে যাওয়ার পথে সেখানে মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ করে এবং মার্কিন নীতিকে সন্দেহের মধ্যে ঠেলে দেয়।
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গিলানি কয়েকটি দেশের নাম না উল্লেখ করে বলেন, ‘কয়েকটি দেশ হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রেখে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে। ’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান আফগানিস্তানে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর নিরাপত্তার বিষয়ে কোন দায়িত্ব নেবে না। ’
তিনি আরও বলেন, ‘এতে কয়েক বছর ধরে সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের জনগণের আত্মত্যাগকে অবজ্ঞা করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১