ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অনলাইন সাংবাদিকতায় সেরা পুরস্কার জিতল বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১
অনলাইন সাংবাদিকতায় সেরা পুরস্কার জিতল বিবিসি

বোস্টন: অনলাইন সাংবাদিকতায় শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে লন্ডন ভিত্তিক সংবাদ পত্র বিবিসি। সংবাদ পরিবেশনে দক্ষতা ও উৎকর্ষতার জন্য সংবাদ মাধ্যমটিকে এই আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়।



নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং আল জাজিরার মতো প্রভাবশালী পত্রিকাগুলোর সঙ্গে প্রতিযোগীতায় সেরা নির্বাচিত হয়েছে বিবিসি।

রোববার যুক্তরাষ্ট্রের বোস্টনে এই মর্যাদাপূর্ণ ‘অনলাইন জারনালিজম অ্যাওয়ার্ড’ পুরস্কারটি গ্রহণ করেন বিবিসির ফিচার এডিটর গিলস উইলসন।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবশেনের জন্য জিট অনলাই, ফ্লিপবোর্ড এবং ওয়াশিংটন পোস্টও পুরস্কার জিতেছে।

অনলাইন গণমাধ্যমের জন্য এই পুরস্কারটি প্রথম চালু করা হয় ২০০০ সালে। এটি পরিচালনা করে যৌথভাবে অনলাইন নিউজ অ্যাসোসিয়েশন এবং ইউনিভার্সিটি অব মিয়ামি স্কুল অ্যান্ড কমিউনিকেশন।

তারা ডিজিটাল সাংবাদিকতা ও স্বাধীন, অলাভজনক আন্তর্জাতিক সংবাদ পরিবশেনের ওয়েবসাইটগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে।

দ্য লাস ভেগাস টাইমস এবং প্রো পাবলিকাকে দেওয়া হয়েছে আড়াই হাজার ডলার। সেই সঙ্গে ক্যালিফোর্নিয়া শহরের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য লাস ভেগাস টাইমসকে এবং যুক্তরাষ্ট্রে কিডনি ডায়ালাইসিসে অতিরিক্ত খরচ নিয়ে প্রতিবেদনের জন্য গ্যানেট ফাউন্ডেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।