ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভোটাধিকার পেলেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১
ভোটাধিকার পেলেন সৌদি নারীরা

জেদ্দা: রক্ষণশীল ইসলামি রাষ্ট্র সৌদি আরব নারীর ভোটাধিকার দিয়েছে। রবিবার বাদশাহ আবদুল্লাহ এক ফরমানে জানান, আগামী পৌরসভা নির্বাচনে নারীরা ভোট দিতে পারবেন।



তিনি আরও বলেন, ‘সরকারের পরমর্শ সভা ‘শুরা কাউন্সিলে’ সদস্য হওয়ার অধিকারও নারীরা পাবেন। ’

বাদশাহর পক্ষ থেকে এই ঘোষণাকে সৌদি আরবের নারী অধিকার কর্মীরা স্বাগত জানিয়েছেন। তবে তারা আরও অনেক ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছেন। বাদশাহর এই পদক্ষেপ সে পথে একটি অগ্রগতি বলেই বর্ণনা করছেন তারা।

তবে এই আইন আাগমী বৃহস্পতিবারের পৌরসভা নির্বাচনের পরে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।