ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে ‘বিশেষ’ বৈঠক ডেকেছেন কায়ানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১
শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে ‘বিশেষ’ বৈঠক ডেকেছেন কায়ানি

ইসলামাবাদ: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রোববার দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বিশেষ বৈঠক আহ্বান করেছেন।

দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এজেন্সির (আইএসআই) সঙ্গে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সম্পর্ক আছে- যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করার পর পাক-মার্কিন সম্পর্কে উত্তেজনা বাড়ছে।

ঠিক এই মুহূর্তে কায়ানি এই বিশেষ বৈঠক ডাকলেন।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রাওয়ালপিন্ডিতে সামরিক বাহিনী প্রধানের কার্যালয়ে ‘স্পেশাল কোর কমান্ডারস’ নামের ওই বৈঠকে দেশটির বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, পদাতিক কমান্ডার এবং প্রিন্সিপাল স্টাফ অফিসাররা ওই বৈঠকে যোগ দেবেন।    

মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ মাইক ম্যুলেন কয়েকদিন আগে অভিযোগ করেছিলেন, হাক্কানি নেটওর্য়াকের সঙ্গে আইএসআই-এর সম্পর্ক আছে এবং আইএসআইয়ের সহায়তা নিয়েই তারা কাবুলে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। ’

এই কথার জেরে দুই দেশের মধ্যে সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার মধ্যে কায়ানি এই বৈঠক ডাকলেন। অবশ্য, পাকিস্তান যুক্তরাষ্ট্রের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখান করে বলেছে, এটা ভিত্তিহীন।

এর আগে দেশটির পররাষ্ট্রমমন্ত্রী হিনা রব্বানি খার সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এরকম সমালোচনা অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আর বন্ধু হিসেবে পাবে না।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫. ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।