স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) বার্সেলোনা থেকে দূরে একটি গ্রামে তল্লাশি চলাকালে পুলিশের গুলিতে সময় নিহত হন তিনি।
খবরে বলা হয়, স্পেনিশ পুলিশ আবুইয়াকুবকে ওই ঘটনার প্রধান সন্দেভাজন হিসেবে খুঁজছিল।
এরপর ওই ভ্যান চালকের খোঁজে ইউরোপজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে স্পেন।
সোমবার বার্সেলোনা থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে সুবিরাতস নামে একটি গ্রামে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পুলিশের গুলিতে একজন নিহত হন।
পুলিশ জানায়, সুবিরাতসে নিহত ব্যক্তি বার্সেলোনার হামলাকারী আবুইয়াকুব বলে আমরা নিশ্চিত হয়েছি। ২২ বছর বয়সী আবুইয়াকুব মরক্কোর নাগরিক।
জানা যায়, অভিযানের সময় আবুইয়াকুবের শরীরে সুইসাইড ভেস্ট পরা ছিল। পুলিশও জানিয়ছে, তারা আবুইয়াকুবের শরীর থেকে সুইসাইড ভেস্ট সরিয়েছে। তবে সেটি আসল নাকি নকল তা নিশ্চিত করেনি পুলিশ।
দেশটির স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা যায়, বার্সেলোনায় গাড়ি হামলার পরপরই সানগ্লাস পরা এক তরুণ পালিয়ে যাচ্ছেন। সেই যুবকই আবু ইয়াকুব বলে ধারণা পুলিশের।
এদিকে ওইদিন হামলার পরই এর দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এমএ/