সানা: নির্বাচনের জন্য এবং ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। চিকিৎসার জন্য তিনমাস দেশের বাইরে থেকে ফিরে আসার পর তিনি এই প্রথম জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করলেন।
১৯৬২ সালে ইয়েমেনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘঠিত হয়। সেই বিপ্লবের ৪৯ বছর পুর্তি উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আপনারা যারা ক্ষমতার পরিবর্তন যাচ্ছেন, আসুন আমরা নির্বাচনের দিকে এগোই। ’
রোববার রাজধানী সানার কেন্দ্রস্থলে সালেহ বিরোধী বিক্ষোভে প্রায় দশ হাজার জনগণ উপস্থিত ছিলেন। সেসময় সরকারি বাহিনীর আক্রমনে অন্তত ১৮জন মানুষ আহত হয়।
চিকিৎসকরা বলেন, ‘আহতদের ভেতর একজন কোমায় আছেন। ওই আহত ব্যক্তির মাথায় গুলি লেগেছিল। ’
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১