ইসলামাবাদ: হাক্কানি নেটওয়ার্কের জন্মদাতা সিআইএ বলে দাবি করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। রোববার সংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় এমনটিই বললেন তিনি।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ক নিয়ে পাকিস্তানের দিকে যে অভিযোগের আঙ্গুল তুলেছে তা সরিয়ে নেওয়া উচিত। আফগানিস্তানে সোভিয়েত শাসন নষ্ট করার জন্যই সেসময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ হাক্কানি নেটওয়ার্ক ও তালেবানের মতো সংগঠন তৈরি করেছিল। ’
যদিও পাকিস্তান ১৯৮০ সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে সিআইএ-কে সাহায্য করেছিল বলেও তিনি জানান।
রেহমান মালিক আরও বলেন, ‘হাক্কানি নেটওয়ার্ক এখন আফগানিস্তানে আছে। কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করছে যে, পাকিস্তানেই তাদের মূল কেন্দ্র। আমরা নিজেরাই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছি এবং তাদের দমনে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করছি। ’
এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে যে, ‘কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বোমা হামলার জন্য হাক্কানি নেটওয়ার্ক দায়ী এবং তাদের পেছনে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে আইএসআই। ’
পাল্টা অভিযোগ না করেই রেহমান মালিক বলেন, ‘আমরা কখনো বলিনি যে, সিআইএ অথবা আফগানিস্তান মহমান্দ আদিবাসী অঞ্চলে হামলার জন্য তারা দায়ী। ’
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১