ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাখাইন রাজ্যে সংঘর্ষে নিহত বেড়ে ৭১ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
রাখাইন রাজ্যে সংঘর্ষে নিহত বেড়ে ৭১  (ফাইল ছবি)

ঢাকা: মায়ানমারের রাখাইন রাজ্যে  আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে দুর্বৃত্তদের হামলার চেষ্টাকালে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে পুলিশসহ নারী-শিশুও রয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। 

শুক্রবার (২৫ আগস্ট) দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে বিবৃতিতে বলা হয়, হামলার সময় পাঁচ পুলিশ কর্মকর্তা ও সাতজন রোহিঙ্গা নিহত হয়েছে। পরে শুক্রবার সকালে আক্রান্ত তল্লাশি চৌকিকে ঘিরে দেশটির সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় হতাহতের সংখ্যা বাড়ে।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে খবরে বলা হয়েছে। পুলিশের তল্লাশি চৌকিতে এমন সময়-ঘটনাটি ঘটলো যখন গত বছরের অক্টোবর থেকে দেশটির রাখাইন রাজ্যে অস্থিরতা চলছে।  

গত অক্টোবরে এক পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলায় ৯ পুলিশ নিহতের পর বিদেশি সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রয়েছে অভিযোগ তুলে রাখাইনে ব্যাপক আকারে সেনা অভিযান শুরু হয়।  

ওই অভিযানে সেখানে বসবাসরত রোহিঙ্গাদের নির্বিচারে নির্যাতনের অভিযোগ ওঠে। বহু মানুষ বাংলাদেশেও পালিয়ে আসেন।  

সে সময় রাজ্যে নির্যাতন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটিকে সতর্ক করে জাতিসংঘ।

এর আগে ২০১২ সালে সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ২০০ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭/আপডেট ২০১৩ ঘণ্টা
আইএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।