ওড়িষ্যা: ভারতের ওড়িষ্যা, উত্তর প্রদেশ এবং বিহার রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ২০ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। এতে কমপক্ষে ৮০ জন মারা গেছে।
কর্মকর্তারা জানান, ভারতের একাংশে গত ১৫ দিন ধরে ব্যাপক মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে এবং অনেক অঞ্চলে পানির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বর্ষণের ফলে উত্তর প্রদেশে অনেক বাড়ির দেয়াল ধসে গেছে। প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
কর্মকর্তারা জানান, বন্যা কবলিত রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িষ্যা রাজ্য। এই রাজ্যের ১০টি জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে।
বিশেষ ত্রাণ কমিশনার পিকে মহাপাত্র জানিয়েছেন, এই রাজ্যে ৫৫ জন মারা গেছে। তাদের মধ্যে অনেকেই পানিতে ডুবে, কয়েকজন সাপের কামড়ে এবং কয়েকজন দেয়াল ধসে মারা গেছে।
কর্মকর্তারা জানান, ঢেঙ্কানাল জেলায় নৌ-ভ্রমণকালে ব্রামানি নদীতে নৌকা উল্টে গিয়ে ১০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে। এখানে সোমবার উদ্ধারকাজ চালানো হয়। ব্রিজ এবং বাঁধ ভেঙে যাওয়ায় অনেক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এসব এলাকায় আটকে পড়া লোকজনের মাঝে খাদ্য এবং পানি সরবরাহের জন্য হেলিকপ্টারই একমাত্র উপায়। কর্মকর্তারা জানান, ৬১ হাজারেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে।
উত্তর প্রদেশের উত্তরাঞ্চলে বন্যায় ২৮ জন প্রাণ হারিয়েছে। গঙ্গা এবং গোমতি নদীর পানির প্রবাহ বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কর্মকর্তারা জানান, জানপুর জেলায় দেয়াল এবং বাড়ি ধসে ১৮ জন প্রাণ হারিয়েছে।
কর্মকর্তারা জানান, ১৯৭৫ সালের পর ইন্দ্রপুরি বাঁধ থেকে এ বছরই সবচেয়ে বেশি পরিমাণ পানি ছাড়ার কারণে নদীর দু‘কূল উপচে এই বন্যার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১