ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার সরকারি ওয়েবসাইটে বিদ্রোহী হ্যাকারদের হানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১
সিরিয়ার সরকারি ওয়েবসাইটে বিদ্রোহী হ্যাকারদের হানা

দামেস্ক: সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরোধীতাকারী ইন্টারনেটে বিক্ষোভকারী দুটি গ্রুপ অ্যানোনিমাস ও রেভল্যুসেক দেশটির সরকারি ওয়েবসাইটগুলোতে সাইবার আক্রমণ শুরু করেছে। সিরিয়ার সাতটি শহর ও বেশ কিছু সরকারি দপ্তরের ওয়েবসাইট তারা হ্যাক করেছে বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যম সোমবার জানিয়েছে।



এসব সাইট খুললেই এখন কম্পিউটার মনিটরে ভেসে উঠছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্যঙ্গচিত্র ও সরকারের ব্যাপারে জনগণকে সতর্ক করে কিছু কথা লেখা দেখা যাচ্ছে। কিছু সাইটে আবার গত মার্চ থেকে শুরু হওয়ার আন্দোলন-বিক্ষোভে নিহতদের মৃত্যুর স্থানের ম্যাপ দেওয়া আছে। সেখানে মৃতের সংখ্যা দাবি করা হয়েছে ২ হাজার ৩১৬ জন।

রেভল্যুসেকের এক সদস্য বলেন, ‘আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সিরিয়ার জনগণের পক্ষে দাঁড়ানো, আর নিপীড়নের বিরুদ্ধে সিরীয় জনগণের এই মুক্তিসংগ্রামের পক্ষে আমাদের সমর্থন থাকবে। ’

সিরিয়ার কেন্দ্রে হোম শহরে বিরোধীদের ওপর সরকারি বাহিনীর রাতভর হামলার পর এই সাইবার হামলা শুরু হল। ওই হামলায় ট্যাঙ্ক ব্যবহার করা হয় এবং এতে নিহত হয় কমপক্ষে তিন জন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।