ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘হার্ভে’র আঘাতে বাড়ছে ক্ষত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
‘হার্ভে’র আঘাতে বাড়ছে ক্ষত বর্ষণে বন্যায় রাস্তা ডুবেছে- সংগৃহীত

সামুদ্রিক ঝড় ‘হার্ভে’র আঘাতে টেক্সাসে সবশেষ সাতজনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। টানা বর্ষণে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। অব্যাহত বর্ষণে আগামী দিনগুলোতে বন্যা পরিস্থিতির আরো অবনতির হুঁশিয়ারি দিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতি দেখতে মঙ্গলবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেক্সাস পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।  

গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর মাত্র আট মাসেই এমন ‘ঝড়ের’ মুখে পড়তো হলো ট্রাম্প প্রশাসনকে।

যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। তবে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা ‘ক্যাটরিনা’র চেয়ে এর ভয়াবহতা কোনো অংশে কম নয়। ওই সময় ক্যাটরিনার তাণ্ডবে ১০৮ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।
 
‘হার্ভে’র প্রভাবে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাউস্টনে। শহরের বড় দু’টি বিমানবন্দর এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পানিতে তলিয়ে বন্ধ রয়েছে অনেক মহাসড়ক, হাসপাতাল, রেল যোগাযোগ। ঘরে পানি ওঠায় নিরাপদ আশ্রয়ে সের গেছেন কয়েক লাখ মানুষ।

শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার পর টেক্সাসের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনর এর মধ্যবর্তী স্থানে আঘাত হানে ‘হার্ভে’। ঘণ্টায় ১৩১ মাইল বেগে ক্যাটাগরি ৪ হারিকেনে রূপ নিয়ে আঘাত হানা ঝড়টি পরবর্তী এক সপ্তাহ টেক্সাসবাসীর দুর্ভোগের কারণ হবে, এমন আভাস আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা।

বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় রোববার রাতে হাউস্টনের ৫৪টি কাউন্টিকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা দিয়েছেন টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) হঠাৎই ঘূর্ণিঝড়টি হারিকেনে রূপ নেয়। দ্রুতই এটি ক্যাটাগরি-১ হারিকেন থেকে ক্যাটাগরি-২ এ রূপান্তরিত হয়। এর গতি প্রকৃতি দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, ক্যাটাগরি-৩ হয়ে ‘হার্ভে’ টেক্সাস উপকূলে আঘাত হানবে। তবে বিশেষজ্ঞদের ধারণা পাল্টে সামুদ্রিক ঝড়টি আরো শক্তিশালী ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হয়ে টেক্সাসে আঘাত হানে।

অন্যদিকে ‘হার্ভে’ এখনও টেক্সাসের আকাশে অবস্থান করায় ঘূর্ণিঝড়টি আবারও উপকূলে আঘাত হানার শঙ্কা করেছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।