এদিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতি দেখতে মঙ্গলবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেক্সাস পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর মাত্র আট মাসেই এমন ‘ঝড়ের’ মুখে পড়তো হলো ট্রাম্প প্রশাসনকে।
‘হার্ভে’র প্রভাবে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাউস্টনে। শহরের বড় দু’টি বিমানবন্দর এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পানিতে তলিয়ে বন্ধ রয়েছে অনেক মহাসড়ক, হাসপাতাল, রেল যোগাযোগ। ঘরে পানি ওঠায় নিরাপদ আশ্রয়ে সের গেছেন কয়েক লাখ মানুষ।
শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার পর টেক্সাসের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনর এর মধ্যবর্তী স্থানে আঘাত হানে ‘হার্ভে’। ঘণ্টায় ১৩১ মাইল বেগে ক্যাটাগরি ৪ হারিকেনে রূপ নিয়ে আঘাত হানা ঝড়টি পরবর্তী এক সপ্তাহ টেক্সাসবাসীর দুর্ভোগের কারণ হবে, এমন আভাস আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা।
বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় রোববার রাতে হাউস্টনের ৫৪টি কাউন্টিকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা দিয়েছেন টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) হঠাৎই ঘূর্ণিঝড়টি হারিকেনে রূপ নেয়। দ্রুতই এটি ক্যাটাগরি-১ হারিকেন থেকে ক্যাটাগরি-২ এ রূপান্তরিত হয়। এর গতি প্রকৃতি দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, ক্যাটাগরি-৩ হয়ে ‘হার্ভে’ টেক্সাস উপকূলে আঘাত হানবে। তবে বিশেষজ্ঞদের ধারণা পাল্টে সামুদ্রিক ঝড়টি আরো শক্তিশালী ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হয়ে টেক্সাসে আঘাত হানে।
অন্যদিকে ‘হার্ভে’ এখনও টেক্সাসের আকাশে অবস্থান করায় ঘূর্ণিঝড়টি আবারও উপকূলে আঘাত হানার শঙ্কা করেছেন আবহাওয়াবিদরা।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
জেডএস