ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গা নির্যাতনের মধ্যেই মায়ানমারে দুইদিনের সফরে মোদি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের মধ্যেই মায়ানমারে দুইদিনের সফরে মোদি সংগৃহীত ছবি

মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের মধ্যেই দেশটিতে দুইদিনের সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি মঙ্গলবার বিকেলে দেশটির রাজধানী নেপিদে পৌঁছান। এরপর দেশটির প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের সঙ্গে তিনি বৈঠক করেন। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত এখনও জানা যায়নি। 

সফরের ‍দ্বিতীয় দিনে মোদির স্টেট কাউন্সিলর, নোবেলজয়ী নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মোদির মায়ানমারের সফরকে ঘিরে রোহিঙ্গা শরণার্থীরা আশার আলো দেখছেন।

মায়ানমারের ভারতীয় কমিউনিটির কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় মিয়ানমারকে ‘কাছের বন্ধু’ এবং ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন মোদি। মোদির সফরের দ্বিতীয় দিনে ইয়াঙ্গুনে থুওয়ান্না ইনডোর স্টেডিয়ামে ভারতীয় কমিউনিটির এক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।  

রাখাইনের রোহিঙ্গা মুসলিমদের পাশাপাশি শত শত হিন্দুদের ওপরও নির্যাতন চালাচ্ছে মায়ানমারের সেনাবাহিনী। রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর’র হাইকমিশনার ভিভান তান বলেন, গত ২৫ আগস্ট থেকে মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শুরু। এতে হামলার মুখে প্রায় ৭৩ হাজার মানুষ জীবন বাঁচাতে দেশ ছাড়েন। তারা গত ১০ দিনে বাংলাদেশে ঢোকেন।

এছাড়া অনুপ্রবেশের জন্য নো ম্যান্স ল্যান্ডে এখনও হাজার হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। সব মিলিয়ে তাদের সংখ্যা ৯০ হাজার পার করেছে বলে জানাচ্ছেন জাতিসংঘের সহায়তা কর্মীরা।

রোহিঙ্গাদের এই সংকটের সময় মায়ানমারের অং সান সুচির সঙ্গে আলোচনা করতে দেশটিতে গেছেন মোদি।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।