এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হামলাকারী হঠাৎ পেছন থেকে পথচারীদের উপর ছুরি দিয়ে হামলা চালায়। এতে চারজন আহত হন।
এক প্রত্যক্ষদর্শী জানান, সে (হামলাকারী) আমাদের উপর হঠাৎ হামলে পড়ে। প্রথমে আমার ছেলেকে ধরে, পরে আমার মেয়েকে মারধর করে।
এদিকে সংবাদমাধ্যম বলছে, হামলাকারী মানসিক সমস্যা সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন। কারণ চলতি বছরের প্রথমে তিনি মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
তবে হামলার কোনো মোটিভ রয়েছে কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জেডএস