১৯৮৫ সালে শক্তিশালী এক ভূমিকম্পে দেশটিতে ১০ হাজার মানুষের প্রাণহানির ঘটনার ৩২ বছর পূর্তির দিনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ৭.১ মাত্রার ভূমিকম্পে মেক্সিকোবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও আতঙ্ক। স্বজন হারানোর বেদনায় অনেককেই রাস্তার পাশেই অশ্রু ঝড়াতে দেখা গেছে।
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ১২০ কিলোমিটার দূরে পুয়েবলা স্টেটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে। ভেঙে পড়ে সুউচ্চ ভবনের কাচ। আতঙ্কিত হয়ে মানুষজন ছোটাছুটি শুরু করেন। ভবন থেকে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন লোকজন।
এদিকে ভূমিকম্পে সহমর্মীতা জানিয়ে মেক্সিকোর পাশে থেকে সব ধরনের সাহায্যের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শক্তিশালী ওই ভূমিকম্পে একটি স্কুলের ভবন ধসে অনেক শিক্ষার্থী আটকা পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ৪ লাখ মানুষ। অনেক এলাকায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে স্থানীয় প্রশাসন দ্রুতই উদ্ধার কাজ শুরু করেছে। এতে হাত লাগিয়েছেন স্থানীয়রা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে দেশটির রাজধানী মেক্সিকোসিটিসহ অন্যান্য এলাকায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়েছেন। বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিভাগের পরিচালক লুইস ফিলিপ পুন্তে স্থানীয় একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, মেক্সিকো সিটিতে ভূমিকম্পের প্রভাবে কয়েকটি ভবনে আগুন লেগে মানুষজন আটকা পড়েছেন।
তবে এখন পর্যন্ত মেক্সিকো সিটির দক্ষিণে মোরালেস প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনাটি ঘটেছে, যেখানে কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
এদিকে পুয়েবলার গভর্নর বলেন, তার রাজ্যে কমপক্ষে ২৯ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া মেক্সিকো সিটিতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন মেয়র মিগুয়েল এঞ্জেল।
এর আগে চলতি মাসের ৭ তারিখেও মেক্সিকোতে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়।
মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩৮
মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬৫
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
জেডএস