গত মাসে দুই মামলায় সাজা হওয়ার পর থেকে রোহটাকের জেলে বন্দি রয়েছেন ৫০ বছর বয়সী রাম রহিম।
সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
রাম রহিমের দাবি, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। পাশাপাশি তিনি এ ধরনের শারীরিক সম্পর্কের স্থাপনের ক্ষেত্র্রেও ‘সক্ষম’ নন।
প্রায় ১৫ বছর আগে দুই ভক্তকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত গত ২৫ আগস্ট রাম রহিমকে সাজা দেন। পৃথক দুই মামলায় ২০ বছরের সাজা ও ১৫ লাখ রুপি জরিমানা করা হয় তাকে।
২০০২ সালে সাধুভির পাঠানো একটি চিঠি আমলে নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সিবিআইকে রাম রহিম সিংয়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা দায়ের করতে নির্দেশ দেন। ওই সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী।
এ মামলায় রাম রহিমের বিরুদ্ধে বিচার শুরু হয় ২০০৮ সালে। পরে তাকে ভারতীয় পেনাল কোড অনুযায়ী, ভুক্তভোগীদের ধর্ষণ ও ভয়ভীতি দেখানোর অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়।
নিজেকে ‘ধর্মগুরু’ দাবি করা রাম রহিমের বিরুদ্ধে
ডেরা ভক্ত রণজিৎ সিংহ ও সাংবাদিক রাম চন্দর চত্রপতি হত্যা মামলায়ও বিচার চলছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এমএ