কলকাতা: ‘আলোচনা নয়ত হত্যা’ এর যেকোনো একটি বেছে নেওয়ার আল্টিমেটামের জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছে মাওবাদীরা। তারা জানিয়েছে, সরকার যদি তাদের বিরুদ্ধে যৌথ অভিযান বন্ধ করে তাহলে তারা শান্তি আলোচনায় বসবে।
সিপিআই (মাওবাদী) নেতা আকাশ মমতাকে লেখা খোলা চিঠিতে বলেছেন, ‘শান্তি আলোচনার ব্যাপারে আমরা আন্তরিকভাবে আগ্রহী এবং অস্ত্র বিরতির জন্য প্রস্তুত। আমাদের প্রথম বৈঠকে দুই আলোচককে আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সরকার মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান বন্ধ করেনি এবং শান্তির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ’
তিনি বলেন, ‘সরকার যদি শান্তি আলোচনার ব্যাপারে আগ্রহী হয় এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাহলে জনজাগরণ মঞ্চ ও ভৈরব বাহিনীর মতো গ্যাংগুলো নিস্ক্রিয় করে দিতে হবে। ’
ওই খোলা চিঠিটির একটি কপি শুক্রবার ভারতে কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি ঘটে যাওয়া সিঙ্গুরের ঘটনা নিয়ে মমতার বক্তব্যের সমালোচনা করে আকাশ বলেন, ‘টাটার বিরুদ্ধে না বলে, আপনি আমাদের বিরুদ্ধে বলেছেন। সিপিআইয়ের বিরুদ্ধে এধরনের সমালোচনা এবং শান্তি আলোচনা এক সঙ্গে চলতে পারে না। ’
গত সোমবার মুখ্যমন্ত্রী মাওবাদীদের উদ্দেশে বলেছিলেন, ‘আলোচনা অথবা হত্যা এর কোনো একটি বেছে নিতে হবে। দুটি এক সঙ্গে কখনো চলতে পারে না। ’
মাওবাদীরের সঙ্গে শান্তি আলোচনায় সরকারের আগ্রহের কথা উল্লেখ করে মমতা নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করে শিগগির সংলাপে বসার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১