ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নয়াদিল্লিতে সিএনজির দাম ২ রুপি বাড়ছে

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১
নয়াদিল্লিতে সিএনজির দাম ২ রুপি বাড়ছে

ঢাকা: পেট্রোলের দাম বাড়তে না বাড়তেই নয়াদিল্লিতে সিএনজির দাম প্রতি কেজিতে ২ রুপি বাড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে এই বাড়ানো দাম কার্যকর হবে।

মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম কমে যাওয়ায় এই দাম বাড়ানো হলো।

নয়াদিল্লিতে সিএনজি সরবরাহকারী কোম্পানি ঘোষণা দিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে প্রতি কেজি সিএনজির দাম হবে ৩২ রুপি। শুক্রবার পর্যন্ত প্রতি কেজি সিএনজি ছিল ৩০ রুপি।
 
এছাড়া পাশ্ববর্তী নদীয়া, বৃহত্তর নদীয়া ও ঘাজিয়াবাদে প্রতি কেজি সিএনজির দামও আজ মধ্যরাত থেকে বাড়বে ২.৩০ রুপি। আর এ দাম বাড়ার ফলে এসব এলাকায় প্রতি কেজি সিএনজির দাম হবে ৩৫.৯০ রুপি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম বাড়ানোর ঘোষণা দেয় কোম্পানিটি।

সূত্র মতো, চলতি বছরে এ নিয়ে পঞ্চম বারের মতো সিএনজির দাম বাড়ানো হলো। এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৩.১৪ রুপি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।