ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মানবাধিকারের লোগো উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১১
মানবাধিকারের লোগো উন্মোচন

ঢাকা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত ২৩ সেপ্টেম্বর ২০১১ মানবাধিকারের নতুন লোগো উন্মোচন করা হয়। এটিই মানবাধিকার বিষয়ক প্রথম আর্ন্তজাতিক লোগো ।

১৯০ টি দেশের  ১৫,৩৯৬ জন নাগরিকের ভোটে নির্বাচিত এই লোগোটি নিউইয়র্কে উন্মোচিত করা হয় ।

আর এই মানবাধিকার লোগোর মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘নতুন কিছু কর’ নামের স্লোগান। স্লোগানে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে একটি হাত এবং একটি পাখি। এই লোগের ডিজাইনার প্রিডরেগ স্ট্যাকিক নামের  ৩২ বছর বয়সি এক সার্বিয়ান চিত্রশিল্পী।

লোগোটি উম্মোচনের সময় স্ট্যাকিক বলেন “এটি হলো এমন এক প্রতীক যাকে ঘিরে অনেক লোক সমবেত হবে এবং পরিবর্তনের জন্য অঙ্গীকারাবদ্ধ হবে। ’

মানবাধিকার পরিষদের একজন জুরি সেরা ১০ টি প্রতীক থেকে এই লোগোটিকে বেছে নেন। অনুষ্ঠানে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের যেকোন স্থান থেকে যেকেউ অনলাইন ভোটের মাধ্যমে লোগোটি নির্বাচনের সুযোগ পান ।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারওয়েল এ ব্যাপারে বলেন “লোগোটি জনগনের দ্বারা, জনগনের জন্য এবং জনগনের পছন্দের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। ’  

তিনি আরও বলেন, ‘অনেকেই এতদিন ধরে  এর প্রয়োজনীয়তা উপলব্ধি করছিল। এতোদিনে সেই উপলব্ধি পূরণ হলো। ’

জার্মানির সাথে বসনিয়া এবং হার্জেগভিনা,কানাডা,চিলি,চেক প্রজাতন্ত্র, মরিশাস, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং উরুগুয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।