সুমাত্রা: চলতি সপ্তাহের শুরুর দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের সকল যাত্রীই মারা গিয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দ্য কাসা সি-২১২ নামের বিমানটি সুমাত্রার এক পাহাড়ে ভূপাতিত হয়। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকার্য চালাতে বিলম্ব হয়।
বিমানটি ভূপাতিত হওয়ার আগে রাডারে জরুরী বার্তা পাঠাচ্ছিল। কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারনে বিমানটি ভূপাতিত হয়েছে। তবে ধারনা করা হচ্ছে, খারাপ আবহাওয়াই দুর্ঘটনার মূল কারণ।
নিহতদের মধ্যে চারজন শিশুও ছিল।
উদ্ধার তৎপরতা অভিযানের প্রধান সুনারবোয়ো সানদি শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘দুর্ঘটনা কবলিত স্থানে দুই দফায় উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। বিমান যাত্রীদের মাধ্যে কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি। মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ’
গত মে মাসেই দেশটির পশ্চিমের পাপুয়াতে আরও একটি বিমান দুর্ঘটনায় ২৭ জন মানুষ মারা যায়।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১১