ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের রকেট, গান মার্কিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১১
চীনের রকেট, গান মার্কিনী

সাংহাই: চীন প্রথমবারের মতো উৎক্ষেপণ করেছে মহাকাশ ল্যাবরেটরি। দেশটির জন্য এ এক আনন্দঘন মুহূর্ত।

নিঃসন্দেহে চীনাদের কাছে এটি অনেক বড় সংবাদ। কিন্তু এই আনন্দের খবরের সঙ্গে সঙ্গে একটি ঘটনায় হতবাক হয়ে গেছে চীনের জনগণ। সমালোচনায় মুখর হয়ে উঠেছে দেশটির গণমাধ্যম এবং সামাজিক ওয়েবসাইটগুলো।

এর কারণ মহাকাশে প্রথম ল্যাবরেটরি উৎক্ষেপণের সেই মহেন্দ্রক্ষণে টেলিভিশনে বাজানো হয়েছে যুক্তরাষ্ট্রের একটি দেশাত্ববোধক গান।

যে দেশের মানুষ ইংরেজি ভাষা শিক্ষা থেকে দূরে থাকার চেষ্টা করে এবং যাদের জাতীয় চেতনাবোধ পুরোপুরি আমেরিকার বিপরীত, সেখানে এমন খুশির দিনে এই অবস্থা! ভাবা যায়!

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিয়ানগং-১ নামের মহাকাশ ল্যাবরেটরি উৎক্ষেপণের দৃশ্য দেখতে লাখ লাখ মানুষের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। এক-দুই-তিন করে উৎক্ষেপিত হলো রকেট। কিন্তু একি! রকেট উৎক্ষেপণ হওয়ার সঙ্গে সঙ্গে বেজে উঠলো যুক্তরাষ্ট্রের দেশাত্ববোধক সঙ্গীত ‘আমেরিকা খুব সুন্দর’। সে সময় রকেট উৎক্ষেপণ নিয়ে যতটা না উত্তেজিত ছিল চীনা জনগণ, তার চেয়ে বেশি হতবাক হয় এই ঘটনায়। প্রায় মিনিট খানেক ধরে ওই গানটি চলে টেলিভিশনে।

ইংরেজি ওই গানটি তাদের আর দশটা দেশাত্ববোধক গানের মতোই একটি গান। তবে একটু জনপ্রিয় এই যা। গানটির শুরুর লাইনগুলো হলো- ‘আমেরিকা! আমেরিকা! গড শেড হিজ গ্রেস অন দি’। ওই গানটি নিউ ইয়র্ক চার্চ অর্গানিস্ট দল ১৮৮২ সালে রচনা করে। এরপর থেকেই এটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রিয় দেশাত্ববোধক গান হিসেবে বেঁচে আছে।

যদিও এই ঘটনায় কিছু চীনা বলছে, নিশ্চয়ই সিসিটিভি গানের ক্ষেত্রে কোনো একটা ভুল করেছে। কিন্তু সম্প্রচার কেন্দ্রটি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ঠিক ওই সময়েই চীনের এক নাগরিক সিনা ওয়েইবো টুইটারে এক টুইট বার্তায় জানায়, ‘ওই সময়ে আমি আমার কিছু মার্কিন বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাচ্ছিলাম। আমরা সরাসরি সম্প্রচার করা অনুষ্ঠান দেখছিলাম। ’

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আক্টোবর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।