ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান প্রসঙ্গে ম্যুলেনের সঙ্গে ওবামার দ্বিমত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১১
পাকিস্তান প্রসঙ্গে ম্যুলেনের সঙ্গে ওবামার দ্বিমত

ওয়াশিংটন: জঙ্গি দমনে পাকিস্তানকে আরও কাজ করতে হবে- মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ মাইক ম্যুলেনের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সঙ্গে ম্যুলেনের করা পাকিস্তানের কড়া সমালোচনাকেও সমর্থন করেননি ওবামা।



গত শুক্রবার একটি রেডিও শো দ্য মাইকেল মেরকোনিশ প্রোগ্রামে ওবামাকে সম্প্রতি পাকিস্তান বিষয়ে ম্যুলেনের মূল্যায়নের ব্যাপারে জিজ্ঞেসা করা হয়।

উল্লেখ্য, অ্যাডমিরাল মাইক ম্যুলেন বলেছিলেন, ‘জঙ্গি গ্রুপ হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আসল অস্ত্র হিসেবে কাজ করছে। ’

এ ব্যাপারে ওবামা বলেন, ‘পাকিস্তানে জঙ্গিদের আস্তানা নিয়ে ম্যুলেনের বিবৃতিটি একপ্রকার হাতাশার প্রকাশ। কিন্তু প্রকৃত সম্পর্কটা; আমরা ঠিক যেমনটি চাই, আসলে কেমন, সে ব্যাপারে গোয়েন্দা তথ্যগুলোও পরিষ্কার নয়। ’

তিনি আরও বলেন, ‘হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের সক্রিয় অথবা অপ্রত্যক্ষ যেই সম্পর্কই থাকুক, এ বিষয়টি নিয়ে তাদের কাজ করতে হবে। ’

যুক্তরাষ্ট্র প্রশাসন ম্যুলেনের দাবিটি ওতোটা কড়াকড়িভাবে নিচ্ছে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।