ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেদারল্যান্ডের একটি শহরে ভাং মিশ্রিত কফি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১১
নেদারল্যান্ডের একটি শহরে ভাং মিশ্রিত কফি নিষিদ্ধ

ম্যাচট্রিট: নেদারল্যান্ডের সীমান্তবর্তী শহর ম্যাচট্রিটে বিদেশি পর্যটকদের কাছে ভাং মিশ্রিত কফি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

শহর কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা ভঙ্গ করে পর্যটকরা এখান থেকে ভাং মিশ্রিত কফি কেনেন।

শহরে তাদের বেশি উপস্থিতির কারণে যানজট লেগে থাকে।

তবে কফি দোকানের মালিকরা বলছেন, এই আদেশ আসলে কাজে আসবে না। বরং এতে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

অবশ্য এই নিষেধাজ্ঞা ফ্রান্স এবং বেলজিয়াম থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যদিও বিদেশি ক্রেতাদের বেশিরভাগই জার্মানি এবং বেলজিয়াম থেকে আসেন।

এই মৃদু মাদক দেশব্যাপী ছড়িয়ে পড়ায় নেদারল্যান্ডের পার্লামেন্টে আলোচনার পর এই প্রস্তাব গৃহীত হয়।    

একটি আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, এই নিষেধাজ্ঞাকে একটি পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে পরে নেদারল্যান্ডের অন্যান্য শহর এবং নগরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

নেদারল্যান্ডে প্রায় ৭০০ কফির দোকান আছে। এসব দোকানের মাধ্যমেই অবৈধভাবে মৃদু মাদক ভাং মিশ্রিত কফির বাণিজ্য হয়।

প্রতিদিন প্রায় ৬ হাজার লোক ম্যাচট্রিটের কফির দোকানগুলোতে যায়। এদের বেশিরভাগই বেলজিয়াম এবং জার্মানির সীমান্ত দিয়ে আসে।

 বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।