কাবুল: জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ নেতা হাজি মালি খানকে আফগানিস্তানে আটক করা হয়েছে। আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) শনিবার এ কথা জানিয়েছে।
মঙ্গলবার পাকতিয়া প্রদেশ থেকে আফগান এবং যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে মালিকে আটক করা হয়। তিনি অনেক অস্ত্রশস্ত্র সজ্জিত থাকলেও প্রতিরোধ করার চেষ্টা করেননি বলে জানিয়েছে ন্যাটো।
অভিযানে জানি খেল জেলা থেকে মালি খানের সহকারী এবং দেহরক্ষীসহ আরও কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।
আফগানিস্তানে সম্প্রতি মার্কিন দূতাবাস ও সিআইএ স্টেশনে হামলার জন্য হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করা হয়। হাজি মালি খানকে এই হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়। মালি খান হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজ হাক্কানির চাচা।
তিনি হাক্কানি নেটওয়ার্ক এবং পাকিস্তানি তালেবানের প্রধান বায়াতুল্লাহ মেহসুুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। বায়াতুল্লাহ মেহসুদ ২০০৯ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানি হত্যাকাণ্ডের পর মালি খানের আটক একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১১