তেহরান: ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাসের কূটনৈতিক প্রধান খালেদ মেশাল বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধই এখন ফিলিস্তিনিদের জন্য একমাত্র পথ। এছাড়া আর কোনো বিকল্প নেই।
ফিলিস্তিনের ইন্তিফাদার সমর্থনে ইরানের রাজধানী তেহরানে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে শনিবার বক্তব্য রাখেন খালেদ মেশাল। স্বাধীন রাষ্ট্রের দাবিতে জাতিসংঘে ফিলিস্তিনের আবেদন ব্যর্থ হবে ধরে নিয়ে ইরানের শীর্ষ নেতারা এই কনফারেন্সের আয়োজন করেছেন। তবে ফিলিস্তিনি ইন্তিফাদার সমর্থনে এটি পঞ্চম কনফারেন্স।
কনফারেন্সে মেশাল বলেন, ‘প্রতিরোধই ফিলিস্তিনিদের একমাত্র এবং সর্বশেষ পথ। যতোই মূল্য দিতে হোক না কেনো, ফিলিস্তিন স্বাধীন এবং ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যেতে হবে। ’
কনফারেন্সে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও বক্তব্য রাখেন। তিনি ইসরায়েলের দুই রাষ্ট্র সমাধান প্রস্তাবের তীব্র বিরোধীতা করে বলেন, ‘জাতিসংঘে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবি ব্যর্থ হবে। ’
ওই কনফারেন্সে যোগ দেওয়া মেশালসহ হামাসের আরও কয়েকজন শীর্ষ নেতাদের উদ্দেশ করে খামেনি বলেন, ‘১৯৬৭ সালের আগের সীমানার ওপর ভিত্তি করে একটি রাষ্ট্র গঠনের চিন্তা থেকে ফিলিস্তিনিদের বেরিয়ে আসা উচিত। কারণ, পুরো ভূখ-ই ফিলিস্তিনের অন্তর্ভুক্ত। ’
তিনি বলেন, ‘আমাদের দাবি ফিলিস্তিনের স্বাধীনতা, এর একটা অংশের নয়। ফিলিস্তিনকে বিভক্ত করার যেকোনো পরিকল্পনা সম্পূর্ণ বাতিল। ফিলিস্তিনের ভূখ- জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত, কোনো ভাবেই এর কম নয়। ’
দুই রাষ্ট্র সমাধানকে তিনি ইহুদিদের জায়নবাদী দাবিকেই মেনে নেওয়ার নামান্তর বলে বর্ণনা করেন। ইসরায়েলকে তিনি ক্যান্সার আক্রান্ত টিউমার বলে উল্লেখ করেন, যা অবশ্যই অপসারণ করা উচিত।
গত ২৪ সেপ্টেম্বর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে আবেদন পেশ করেছেন। ওই প্রস্তাবটি নিয়ে এখন নিরাপত্তা পরিষদের বিশেষ কমিটি আলোচনা করছে।
কিন্তু হামাস আব্বাসের এই উদ্যোগের বিরোধীতা করছে। গত সপ্তাহে হামাস নিয়ন্ত্রিত গাজায় প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া অভিযোগ করেছেন, ১৯৬৭ সালের আগের সীমানার ওপর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি নিয়ে জাতিসংঘে গিয়ে আব্বাস ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব করছেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১১