ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিন লাদেনপত্নী উদ্ধারে তালেবানের অভিযান ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১১
বিন লাদেনপত্নী উদ্ধারে তালেবানের অভিযান ব্যর্থ

ইসলামাবাদ: আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছোট স্ত্রী আমাল আবদুলফাত্তাহকে ছিনিয়ে নিতে তালেবানের একটি গোপন অভিযান ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের গোয়েন্দারা।

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একটি সূত্র শনিবার জানায়, তালেবান নেতা মোল্লা ওমর ৫০০ জন সদস্যের একটি দলকে উদ্ধার অভিযানে পাঠিয়েছিলেন।

ওই দলটি পাকিস্তানের একটি বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা করছিল। ওই বাড়িতে রেখে বিন লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

টের পেয়ে বিন লাদেনের তিনস্ত্রীসহ তাদের ৫ সন্তানকে সেখান থেকে তাৎক্ষণিকভাবে অন্যত্র সরিয়ে নিলে তালেবান ওই অভিযান স্থগিত করে।

ধারণা করা হচ্ছে, বিন লাদেন পরিবারের অবস্থানের তথ্য তালেবানের কাছে ফাঁস করেছে আইএসআই’রই কোনো সূত্র।

আইএসআই’র একটি সূত্র বলেছে, ‘গত কয়েক সপ্তাহ ধরেই আমরা উপজাতি এলাকা থেকে আমাদের সূত্রগুলোর কাছ থেকে তালেবানের অভিযানের ব্যাপারে সতর্কবার্তা পাচ্ছিলাম। এখন আমরা বিন লাদেন পরিবারের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছি। ’

তিনি বলেন, ‘সবচে উদ্বেগের বিষয় হলো, আমরা গত কয়েক সপ্তাহে তাদের তিনবার পিছু হটতে বাধ্য করেছি। ’

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে বিন লাদেনের পরিবারকে রাজধানী ইসলামাবাদের একটি প্রাচীর ঘেরা বাড়িতে রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। সে সময় বিন লাদেনকে বাঁচাতে গিয়ে আহত হন তার ছোট স্ত্রী আমাল (২৯)। পরে ওই বাড়ি থেকে আমালকেসহ বিন লাদেনের আরও দুই স্ত্রী ও কয়েকজন সন্তানকে আটক করে হেফাজতে নেয় আইএসআই।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর, ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।