ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সালমান তাসির হত্যাকারীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মালিক মুমতাজ হোসেন কাদেরিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ২লাখ রুপি জরিমানাও করা হয়েছে।



শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত দেশটির সন্ত্রাসবিরোধী (এটিসি) আদালত সালমান তাসীর হত্যা মামলায় তাকে এ দণ্ডাদেশ দেন। এসময় কারাগার এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খবর বিবিসি অনলাইনের।

উল্লেখ্য, এ বছরের ৪ জানুয়ারি ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রভাবশালী নেতা সালমান তাসিরকে ইসলামাবাদে গুলি করে হত্যা করে তার দেহরক্ষী পুলিশ সদস্য মালিক মুমতাজ হোসেন কাদেরি। অস্ত্রসহ ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতে পিপিপির উদারপন্থি এ নেতার হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে মুমতাজ। পাকিস্তানে বিদ্যমান ব্লাসফেমি (ধর্ম অবমাননা নিরোধ  আইন) আইনের বিরোধিতা করায় সে সালমান তাসিরকে হত্যা করেছে বলেও আদালতে জানায়। এদিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী শুজা উর রহমান।

বাংলাদেশ সময়: ০৫৩০ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।