ঢাকা: নিউইয়র্কে রাস্তায় বিক্ষোভরত কর্পোরেট বিরোধী সাতশ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ‘ওয়াল স্ট্রিট দখল কর’ ব্যানারে তাদের বিক্ষোভ চলছে।
আটক হওয়া ব্যক্তিরা ম্যানহাটনের ব্রুকলিন ব্রিজ অতিক্রম করার চেষ্টার করছিলেন। এরা গত দুই সপ্তাহ ধরে ওয়াল স্ট্রিটের কাছে তাঁবু গেঁড়েছে।
বিক্ষোভকারীদের অনেকেই গাড়ি চলাচলের রাস্তায় নেমে পড়লে পুলিশ তাদের আটক করে। এর আগে পুলিশ তাদের ফুটপাতে অবস্থান করার নির্দেশ দেয়। বিক্ষোভকারীরা কর্পোরেট প্রতিষ্ঠানের লালসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, ৯৯ শতাংশ মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করতে তারা এসেছেন। তাদের প্রতিবাদ মাত্র এক শতাংশ ধনী লোকের বিরুদ্ধে।
গত ১৭ সেপ্টেম্বর বিক্ষোভকারী ২০ হাজার লোককে ম্যানহাটনের নিম্নাঞ্চলে জড়ো হয়। সেখানে কয়েক মাস অবস্থান করার ঘোষণা দেয় তারা।
এদিকে, কয়েকশ লোক জুকোটি পার্কের তাঁবু গেঁড়েছে। ওয়াল স্ট্রিটে পার্শ্ববর্তী এই পার্ক ব্যক্তিগত মালিকানাধীন।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, কয়েকবার সতর্ক করার পরও বিক্ষোভকারীরা ফুটপাত থেকে মূল সড়কে নেমে আসে। বিক্ষোভারীদের ফুটপাতে অবস্থান নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
তবে আন্দোলনকারী কয়েকজন জানান, মূল সড়কে অবস্থান নেওয়ার অনুমতি তারা পেয়েছে।
কয়েকশ লোককে আটক করার সময় ব্রুকলিন ব্রিজে গাড়ি চলাচল বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে।
বিক্ষোভে অংশ নেওয়া হেনরি জেমস ফেরি বলেন, আমাদের সরকার বৃহৎ কর্পোরেশনের স্বার্থ রক্ষা করে। এটা মোটেও উচৎ না। সাধারণ মানুষের স্বার্থ কখনোই বিবেচনা রাখে না। ’
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১