লন্ডন: দুই নারী আইনপ্রণেতাকে নিয়ে কটু মন্তব্য করায় ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ক্যামেরন নিজ পার্টি সদস্য আইনপ্রণেতা নাদিন ডোরিকে ‘সত্যিই হতাশাজনক’ এবং বিরোধী দলীয় এমপি অ্যাঙ্গেলা ঈগলকে ‘শান্ত হোন’ বলে মন্তব্য করেন।
আর সেই সমালোচনার জবাবে কিন্তু ব্রিটিশ গণমাধ্যম টাইমসে রোববার এক সাক্ষাৎকারে ডেভিড ক্যামেরন বলেন, ‘সম্প্রতি পার্লামেন্টে চলা দুই সেশনে ওই দুই নারী ‘ভয়ংকর ভুল’ করেছে। তবুও আমি মেনে নিচ্ছি আমারই ভুল হয়েছে। আমার আরও ভালো ভাবে বলা উচিত ছিল। ’
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আক্টোবর ০২, ২০১১