ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহাত্মা গান্ধীর প্রার্থনাসভায় যোগ দিলেন সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১
মহাত্মা গান্ধীর প্রার্থনাসভায় যোগ দিলেন সোনিয়া গান্ধী

নয়াদিল্লি: ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান দল জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী  মহাত্মা গান্ধীর ১৪২তম জন্মদিন উপলক্ষ্যে রোববার রাজঘাটে এক প্রার্থনাসভায় যোগ দিয়েছেন।

দীর্ঘ একমাসের অসুস্থতা শেষে অস্ত্রোপচারের পর সোনিয়া গান্ধীর এটাই প্রথম জনসম্মুখে আসা।

৬৪ বছর বয়সী সোনিয়া সেখানে ১৫ থেকে ২০ মিনিট অবস্থান করেন।

 এসময় প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদভাণি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং কেন্দ্রীয় নগরায়নমন্ত্রী কমলনাথও এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিভিন্ন ধর্মীয় নেতারাও মহাত্মা গান্ধীর সমাধিতে এই প্রার্থনাসভায় যোগ দেন। প্রার্থনার পর আদভাণি সোনিয়া গান্ধীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সোনিয়া গান্ধী আগস্টে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সেপ্টেম্বরে দেশে ফেরেন। দেশে ফেরার কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে কয়েকটি বৈঠকে মিলিত হলেও জনসাধারণের সঙ্গে কোন সামাজিক অনুষ্ঠানে এটাই সোনিয়ার প্রথম  যোগদান।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।