ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরতে দুই দিনের যুদ্ধবিরতি ঘোষণা এনটিসির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১
সিরতে দুই দিনের যুদ্ধবিরতি ঘোষণা এনটিসির

সিরত: লিবিয়ার বিদ্রাহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তী পরিষদ(এনটিসি) গাদ্দাফির জন্মশহর সিরতে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

গত কয়েকদিন ধরে এনটিসি বাহিনী এবং ন্যাটোর বিমান হামলায় সিরতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বোমা বর্ষণ থেকে বাঁচতে সিরতের বাসিন্দারা সিরত ছেড়ে পালাচ্ছে।
 
এনটিসি নেতা মুস্তফা জলিল বলেন, ‘বিদ্রোহীরা সিরতের চারপাশে ঘিরে রেখেছে। সিরতের বাসিন্দাদের দুই দিন সময় দেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে চলে যাবার জন্য। ’

বিদ্রোহী সেনারা সিরতের ভেতর ঢুকে পড়েছে কিন্তু সেখানে গাদ্দাফি অনুগতদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের।  

এদিকে বিভিন্ন দাতব্য সংস্থা সিরতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে।

সেনাবহিনীর জেনারেল কার্টার হ্যাম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা যেমন ড্রোন আরও কিছুদিন লিবিয়াতে থাকবে। ন্যাটোকে সহায়তা করার জন্য আমরা আরও কিছুদিন লিবিয়ায় অবস্থান করবো। একই সঙ্গে লিবিয়ার সীমান্ত এলাকায় নিরাপত্তা এবং অবৈধ অস্ত্র আদান-প্রদান ঠেকাতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’

এদিকে এনটিসি গাদ্দাফি মুখপাত্র মুসা ইব্রাহিমকে আটক করার কথা ঘোষণা দিলেও, গাদ্দাফির পক্ষ থেকে বলা হচ্ছে, মুসা ইব্রাহিম ধরা পড়েনি।

সিরিয়াভিত্তিক আরাই টেলিভিশনে গাদ্দাফির অনুগত এক ব্যক্তি ফোন সাক্ষাতকারে বলেন, ‘মুসা ইব্রাহিমকে আটক করার ঘটনা মিথ্যা এবং এরমধ্য দিয়ে বাস্তবিক অবস্থা ফুটে ওঠে না। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।