ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কারজাইয়ের নজর ভারতের দিকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১
কারজাইয়ের নজর ভারতের দিকে

নয়াদিল্লি: জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের বিষয়ে পাকিস্তানের ওপর মনক্ষুণ্ণ হয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন। এজন্য তিনি আগামী মঙ্গলবার ভারত সফরে আসছেন।



কারজাই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আশা করা যাচ্ছে, এর মধ্য দিয়ে এই দুই দেশ একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরসহ দ্বিপাক্ষীয় নিরাপত্তা সংলাপ প্রাতিষ্ঠানিকভাবে চালু করতে সক্ষম হবে।

কারজাইয়ের এই দুইদিনের সফরের সময় দুইপক্ষ থেকেই খনিজ সম্পদ আহরণের বিষয়ে একটি সমঝোতা চুক্তি সাক্ষর হবে। কারজাই এমন এক সময়ে ভারত সফর করছেন যখন মাত্র কয়েকদিন আগে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানি সন্দেহভাজন তালেবান হামলায় তার নিজ বাড়িতে নিহত হয়েছেন।

কারজাই এরপরই তালেবানের সঙ্গে আর কোন আলোচনা নয় বলে মন্তব্য করেন। দুইপক্ষ থেকেই আফগানিস্তানের অস্থিতিশীল নিরাপত্তাব্যবস্থার বিষয়ে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ভূমিকা এবং হাক্কানি নেটওয়ার্ককে সমর্থন দেওয়া নিয়ে আলোচনা হবে।  

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আফগান সরকারের মূল্যায়নে, হাক্কানি নেটওয়ার্ককে সমর্থন করায় এবং তালেবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকায় আফগানিস্তানের বিষয়ে পাকিস্তানের ভূমিকা সন্দেহজনক।

এ কারণেই দেশটি ভারতের সঙ্গে সর্ম্পকোন্নয়নে গুরুত্ব দিচ্ছে। আফগান কর্মকর্তারা বলছেন, বুরহানউদ্দিন রব্বানি হত্যাকান্ড আইএসআইয়ের সহযোগিতায় পাকিস্তানের কোয়েটাভিত্তিক তালেবানরা ঘটিয়েছেন এ বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে তাদের কাছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।