ওয়াশিংটন: ইয়েমেনি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক আল-কায়েদা নেতা বিমান হামলায় নিহত হওয়ায় আল কায়েদার তরফ থেকে পাল্টা হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এজন্য দেশটি বিশ্বব্যাপী তার নাগরিকদের সতর্ক করে দিয়েছে।
বর্হিবিশ্বে অভিযান পরিচালনার দায়িত্বে নিয়োজিত আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকি নিহত হয়েছে এটি নিশ্চিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী তার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
পররাষ্ট্রমন্ত্রণালয় তার সতর্ক বার্তায় জানায়, আওলাকি হত্যার প্রতিশোধ নিতে বিশ্বব্যাপী মার্কিন বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
উল্লেখ্য, ইংরেজি ভাষায় আওলাকির ব্যাপক দখল থাকায় যুক্তরাষ্ট্র তাকে ভয় পেত।
এতে আরও বলা হয়, অতীতে আওলাকিসহ আল-কায়েদার অন্যান্য নেতারা যুক্তরাষ্ট্র, তার নাগরিক এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে হামলা পরিচালনার হুমকি দিয়েছিল।
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, আল কায়েদা নেতা আওলাকি শনিবার সকালে দেশটির মারিব প্রদেশে মার্কিন বিমান হামলায় নিহত হয়। মারিব প্রদেশ আল-কায়েদার অভয়আশ্রম।
এতে আরও সাতজন নিহত এবং একজন আহত হয়। এর মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সামির খানও রয়েছে।
নিউইয়র্কের পুলিশ কমিশনার রে কেলি জানান, সামির খান আল-কায়েদার ইংরেজি ভাষার ম্যাগাজিন ‘ইন্সপায়ার’-এর প্রকাশক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১