ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কর্নাটকের গৃহায়ণ মন্ত্রীকে তার অফিসেই জুতাপেটা

কল্লোল কর্মকার, আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১
কর্নাটকের গৃহায়ণ মন্ত্রীকে তার অফিসেই জুতাপেটা

ব্যাঙ্গালোর: নিজ দলেরই সদস্যের হাতে জুতার বাড়ি খেলেন ভারতের কর্নাটক রাজ্যের এক উচ্চপদস্থ মন্ত্রী।
 
হামলাকারীর নাম বি এস প্রাসাদ।

গৃহায়ণ মন্ত্রী ভি সোমান্নাকে তার কক্ষেই জুতার বাড়ি দেন এই সিভিল কন্ট্রাকটর।

কর্নাটক পুলিশ এ খবর নিশ্চিত করেছে।

পুলিশ আরো জানিয়েছে, প্রাসাদের হাতে মার খাওয়ার পর সোমান্না সমর্থকরা তার ওপর ঝাঁপিয়ে পড়লে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

ব্যাঙ্গালোর সিটি পুলিশ কমিশনার জ্যোতি প্রকাশ মিরজি বলেন, ‘নিরাপত্তার কোনো ঘাটতি ছিলো না। হামলাকারী বৈধ উপায়েই নিরাপত্তা বেষ্টনী পার করে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান এবং সেখানে গিয়ে জুতার বাড়ি মারেন। ’

তিনি আরো বলেন, ‘তবে আসলে কি ঘটেছিলো তা তদন্ত করে দেখবে পুলিশ। ’

এদিকে জুতার বাড়ি খাওয়ার পর স্থানীয় গণমাধ্যমকে সোমান্না বলেন, ‘আমি তাকে মাত্র দ্বিতীয়বারের মতো দেখেছি। এটা ছিল আমার অফিসে তার দ্বিতীয় সফর। সকালের দিকে সে আমার কাছে একটা চিঠি নিয়ে আসে। কিন্তু আমাকে মারার কারণ কি তা আমি জানি না। ’

সংশ্লিষ্ট সূত্র জানায়, বি এস প্রাসাদ বিজেপি অফিস থেকে একটি চিঠি নিয়ে মূখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এ নিয়েই হয়তো শুরু হয় বাকবিত-া। এক পর্যায়ে নিজের পা থেকে জুতা খুলে মন্ত্রীর ওপর চড়াও হন প্রাসাদ।

স্বরাষ্ট্রমন্ত্রী অশোকা বলেন, ‘প্রাসাদের বাড়ি ব্যাঙ্গালোরের থায়মাগোন্দালু জেলায়। তিনি লিঙ্গায়েত সম্প্রদায়ের লোক। সোমান্নাও একই সম্প্রদায়ের। ’

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।