শ্রীনগর: জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলে হঠাৎ করে জঙ্গি অনুপ্রবেশ বেড়ে গেছে। গত সপ্তাহে ভারতীয় সেনাদের সঙ্গে জঙ্গিদের পৃথক বন্দুক যুদ্ধে কুপওয়ারা জেলায় কমপক্ষে ৯ জঙ্গি নিহত হয়েছেন।
গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, সেনাবাহিনী এক পাকিস্তানি জঙ্গিকে আটক করেছে। আটক ওই জঙ্গি জবানবন্দিতে স্বীকার করেছেন, পাকিস্তানি সেনারা ও দেশটির কিছু গোপন সংস্থা প্রশিক্ষণ শিবির খুলেছে এবং জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার জন্য নতুন সদস্য নিয়োগ দিচ্ছে।
করাচি থেকে আসা নিসার আহম্মেদ নামের ওই জঙ্গি জানান, পাকিস্তানের মানশেরা শিবিরে প্রশিক্ষণ দেওয়ার পর একটি দলের সঙ্গে তাকে জম্মু-কাশ্মীরে পাঠানো হয়েছে।
জম্মু-কাশ্মীরে নিযুক্ত ১৫ সদস্যের একটি পদাতিক বাহিনীর লেফটেনান্ট জেনারেল এসএ হাসনাইন নিসারকে আটকের ঘটনা বর্ণনা করে বলেন, ‘পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেনাকর্মকর্তারা ওই জঙ্গি গ্রুপের সঙ্গে সীমান্তে অবস্থান করছিল। আইএসআই এবং সেনারা তাদের কিছু নির্দেশনা দেওয়ার পর জঙ্গি গ্রুপটি সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে ভারতীয় সেনাদের মুখোমুখি হয়। আকস্মিক আক্রমণে গ্রুপটি ছত্রভঙ্গ হয়ে যায়। নিসার ছাড়া বাকি সব জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়।
নিসার স্বীকার করেন, ‘পাকিস্তান সেনাবাহিনী তাকে প্রশিক্ষণ দিয়েছে। মানশেরায় তিনি তিন মাস প্রশিক্ষণ নিয়েছেন।
বড় ভাই তাকে জোর করে লস্কর-ই-তৈয়েবার প্রশিক্ষণ শিবিরে পাঠিয়েছেন বলে জানান নিসার আহম্মেদ।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১