ব্যাংকক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্টে এখন প্রধানমন্ত্রী হিসেবে ইংলাকের যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন পোস্ট করা হচ্ছে।
ওই ভুয়া অ্যাকাউন্টে তার স্বজনপ্রীতি ও থাইল্যান্ডের ব্যর্থতার জন্য ইংলাককে দায়ী করা হয়।
সর্বশেষ পোস্টটি ছিল- ‘তিনি যদি তার টুইটার অ্যাকউিন্টটিই রক্ষা করতে না পারেন তাহেল কী করে তিনি দেশকে রক্ষা করবেন?’
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন ইংলাক সিনাওয়াত্রা গত জুলাইয়ের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কিন্তু অনেকে তাকে ভাইয়ের হাতের পুতুল বলে মনে করেন।
থাকসিন তার গণমুখী নীতির জন্য থাইল্যান্ডে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু অভিজাত মহল তার এ নীতি সমর্থন করতে পারেনি। ২০০৬ সালে এক সেনা অভ্যুত্থানে তিনি পদচ্যুত হন। এখন দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে আছেন।
তার বোন ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনিও ভাইয়ের নীতিই অনুসরণ করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। বিপুল জনসমর্থন তাকে সেই আত্মবিশ্বাস দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১