ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নির্বাচন প্রস্তুতির ডাক বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১

নয়াদিল্লি: ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাধারণ নির্বাচনের জন্য প্রস্ততি নিতে দলীয় ক্যাডারদের প্রতি আহ্বান জানিয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সমালোচনায় আরেক মাত্রা যোগ করল দলটি।



শনিবার দলটি তার দলীয় কর্মীদের উদ্দেশে বলেছে, ‘প্রধানমন্ত্রী মনমোহন সিং আত্মবিশ্বাসের সঙ্কটে পড়েছেন। সরকার যেসব সমস্যার মুখোমুখি হয়েছে সেসব সমধানের মতো যথেষ্ট আত্মবিশ্বাস তার নেই। সম্ভাব্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুত হও। ’

কংগ্রেস নেতৃত্বে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে দাঁড়াতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি।

দলের জাতীয় নির্বাহী কমিটির দু‘দিনের বৈঠকে সরকারের কঠোর সমালোচনা করেছে বিজেপি। নেতারা বলেন, বর্তমান প্রশাসনের মধ্যে টালমাটাল অবস্থা বিরাজ করছে।

বৈঠকে বিজেপির বর্ষীয়ান নেতা এলকে আদভানি বলেন, ‘সরকার আত্মঘাতী পরিস্থিতির মধ্যে রয়েছে। এতে হস্তক্ষেপের দরকার নেই। ’

আরেক নেতা অরুণ জেটলি বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময়ই কর্তৃত্বহীন ছিলেন। এখন পরিস্থিতি মোকাবেলায় তিনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। ’

অবশ্য ২০১৪ সালের নির্বাচনের নেতৃত্ব নিয়ে দলটির মধ্যে এখনও ব্যাপক মতানৈক্য রয়েছে। নরেন্দ্র মোদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে মোদি এটাকে যতোটা সহজভাবে দেখছেন সেই পথ অতোটা সহজ নাও হতে পারে।

মাত্র ১৫ দিন আগেও আদভানি ও মোদি দলের প্রভাবশালী নেতা ছিলেন। কিন্তু মোদি এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

আগামী ১১ অক্টোবর আদভানি, মোদি ও নীতিশ কুমারের সঙ্গে একত্রে নির্বাচনী প্রচারণা ‘যাত্রা’ শুরু করবেন। যদিও কিছু দিন আগেও মোদি আদভানির যাত্রা থামানোর চেষ্টা করেছিলেন। অপর দিকে নীতিশ কুমার আবার বিহারে মোদির প্রচারণা ঠেকানোর চেষ্টা করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।