ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমেরিকায় পরিবারসহ সৎ মেয়েকে গুলি করে পিতার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জুন ২০, ২০১০

লস অ্যাঞ্জেলেস: ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ফাস্ট ফুডের একটি দোকানে বন্দুকধারী এক লোক তার সৎ মেয়ে ও পরিবারের সদস্যদের উপর গুলি চালায়। এরপর লোকটি আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর আহত হয়ে মারা যায়।

পুলিশ পরে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে।

এ ঘটনায় অন্য হতাহতদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

শনিবার দুপুর ১ টায় সান বার্নারডিনো এলাকায় এল টাকো নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। ৫৬ বছর বয়সী এই বন্দুকধারী একটি মোটরসাইকেলে করে সেখানে উপস্থিত হয়। রেস্তোরাঁয় ঢুকেই সে টেবিলে খেতে বসা ২৯ বছর বয়েসী সৎ মেয়ে, তার ৩৩ বছর বয়েসী স্বামী এবং তাদের ছয় ও আট বছর বয়সী দুই ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়।

সান বার্নারডিনো অগ্নিনিরাপত্তা বিভাগের মুখপাত্র স্টিভ ট্রেসি জানান, মহিলার গুরুতর আহত স্বামীকে রেস্তোরাঁরই মৃত ঘোষণা করা হয়। তাদের ৮ বছর বয়সী ছেলে পরে একটি হাসপাতালে মারা যায়। মহিলা ও তাঁর আরেক ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায় হত্যাকারীর অতীত সহিংসতা ও অপরাধের তালিকা অনেক বড়। তবে আর কোন ধরনের তথ্য পুলিশ প্রকাশ করেনি।

বাংলাদেশ স্থানীয় সময়:১২:৩৮
এসআইএস/ডিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।