জোহান্সবার্গ: মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেতে যাচ্ছেন তিব্বতীয় ধর্মগুরু দালাইলামা। ভারতের কিংবদন্তী এই নেতার নাতনি ইলা গান্ধী রোববার এ ঘোষণা দেন।
ইলা গান্ধী দক্ষিণ আফ্রিকা সরকারর কাছে দালাইলামাকে ভিসা দেওয়ার জন্য আহবান জানান।
একই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমি আশা করছি দক্ষিণ আফ্রিকা সঠিক সময়েই দালাইলামাকে ভিসা দেবে। যেহেতু তিনি এখন আর রাজনৈতিক ব্যক্তি নন। ’
আগামী রোববার দক্ষিণ আফ্রিকার ডারবান হলে এই পুরস্কার দেওয়া হবে ৭৬ বছর বয়সী দালাইলামাকে।
এতোকিছুর পরেও দালাইলামা পুরস্কার নিতে দক্ষিণ আফ্রিকা যেতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ চীনের চাপে দক্ষিণ আফ্রিকা দালাইলামাকে ভিসা নাও দিতে পারে। আর সেজন্যেই দালাইলামাও চলতি সপ্তাহে তার দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে দিয়েছে।
শুক্রবার দালাইলামার ৮০তম জন্মদিন পালনের জন্য নোবেল প্রাইজ কমিটির আর্চবিশপ ডেসমন্ড টুটু তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এদিকে দালাইলামার ভিসার প্রশ্নে দক্ষিণ অফ্রিকা কর্তৃপক্ষ জানায়, ‘দালাইলামাকে ভিসা দেওয়ার বিষয়টি এখনও বিবেচনাধীন রয়েছে। ’
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা ভিসা দিতে অস্বীকৃতি জানায়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১