বেনগাজি: লিবিয়া থেকে প্রায় পাঁচ হাজার স্যাম-৭ ক্ষেপণাস্ত্র গায়েব হয়ে গেছে। লিবিয়ার বিদ্রোহী সরকারের নেতৃবৃন্দ এবিষয়টি নিশ্চিত করেছে।
বিদ্রোহীদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ আদিয়া বলেন, ‘গাদ্দাফি প্রশাসন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং বুলগেরিয়া থেকে প্রায় ২০ হাজার স্যাম-৭ ক্ষেপনাস্ত্র কিনেছিল। মিসাইলগুলোর মধ্যে ১৪ হাজারেরও বেশি ব্যবহার করা হয়েছিল বিভিন্ন সময়ে। বেশিরভাগই লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিনতানে স্তুপাকারে রাখা আছে। ’
তিনি আরও বলেন, ‘কিন্তু পাঁচ হাজার স্যাম-৭ ক্ষেপণাস্ত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দূর্ভাগ্যবশত এর কিছু অংশ হয়তোবা ভুল হাতে পড়েছে। এনটিসি সবমিলিয়ে বহনযোগ্য পাঁচশটি মিসাইল পেয়েছে। ’
সাংবাদিকদের সামনেই ১০ টি মিসাইল হাতুড়ি দিয়ে নষ্ট করে দেওয়া হয়। এ পর্যন্ত ১৭০টি মিসাইল নষ্ট করা হয়েছে বলেও আদিয়া সাংবাদিকদের জানান।
এদিকে লিবিয়ার সকল মজুদকৃত অস্ত্র নিরস্ত্রীকরণ করতে যুক্তরাষ্ট্র এনটিসিকে সাহায্য করবে বলে ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আক্টোবর ০২, ২০১১