ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতীয় পরিষদ গঠন করেছে সিরিয়ার বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১
জাতীয় পরিষদ গঠন করেছে সিরিয়ার বিরোধীরা

সানা: সিরিয়ার বিরোধীরা নতুন জাতীয় পরিষদ গঠন করেছে। তুরস্কে এক রাজনৈতিক আলোচনার ভেতর দিয়ে তারা এই পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে রোববার।



দুই দিন ব্যাপী আলোচনার পরবর্তীতে বিরোধীরা এই সিদ্ধান্তে আসে। সিদ্ধান্ত অনুযায়ী তারা গঠন করেছে সিরিয়ার জাতীয় পরিষদ (এসএনসি)। ডেমোক্র্যাটিক সিরিয়া গঠনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিরোধীরা।

গতমাস থেকেই এই পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়।

সিরিয়ার সরকারি বাহিনী ইতোমধ্যেই রাসতান শহরের দখল নিয়েছে।

বিগত ছয় মাসের প্রতিবাদ-প্রতিরোধে অন্তত দুই হাজার সাতশজন বেসামরিক নাগরিক মারা গেছে বলে বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়।
 
সিরিয়ার জাতীয় পরিষদের নব্য ঘোষিত চেয়ারম্যান বুরহান ঘালিয়ন বলেন, ‘শান্তিপূর্ণ বিপ্লব এবং বিরোধীদের জড়ো করতেই এই পরিষদ গঠন করা হয়েছে। এটা একটা স্বাধীন গ্রুপ। সিরিয়ার সার্বভৌমত্ব এবং মুক্তির লড়াইয়ের জন্য কাজ করে যাবে পরিষদ। ’

সিরিয়ার এই পরিষদে বাহিরের কারও হস্তক্ষেপ নেই এবং থাকবেন না বলেও জানান বুরহান।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।